Logo Track Order
0
0
উইশলিস্ট
হেডলাইন Www.Ripon150.com এ আপনাকে স্বাগতম, প্রোডাক্ট যেমন দেখেছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ! রকেটের গতিতে সারা দেশে হোম ডেলিভারি করা হয়!
Side Button

শর্তাবলী (Terms & Conditions)

১. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন:

ওয়েবসাইট ব্যবহার করতে হলে আপনাকে একটি বৈধ একাউন্ট খুলতে হবে। আপনি যে তথ্য দেবেন তা সঠিক ও আপডেট থাকতে হবে।

২. গোপনীয়তা:

আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে গোপন থাকবে। আমরা এটি শুধুমাত্র অর্ডার প্রসেস ও কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহার করি।

৩. পেমেন্ট:

সকল অর্ডারের জন্য নির্ধারিত মূল্য ও ডেলিভারি চার্জ প্রযোজ্য। আমরা ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট সাপোর্ট করি।

৪. অর্ডার কনফার্মেশন:

অর্ডার দেওয়ার পর আপনাকে একটি কনফার্মেশন মেসেজ/ই-মেইল দেওয়া হবে। কোনো কারণবশত পণ্য স্টকে না থাকলে আমরা আপনাকে জানিয়ে অর্ডার বাতিল করতে পারি।

৫. পণ্যের ছবি ও বর্ণনা:

আমরা চেষ্টা করি প্রতিটি পণ্যের ছবি ও বর্ণনা যথাসম্ভব বাস্তবের কাছাকাছি রাখতে। তবে আলোর প্রভাব বা ডিসপ্লে সেটিংয়ের কারণে রঙ বা গঠন কিছুটা ভিন্ন হতে পারে।

৬. রিটার্ন ও রিফান্ড:

ডেলিভারির ৭ দিনের মধ্যে অর্ডার রিটার্ন করা যাবে যদি ত্রুটিপূর্ণ, ভুল বা ড্যামেজড পণ্য হয়ে থাকে। রিটার্ন নীতিমালা অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।

৭. কপিরাইট ও কনটেন্ট:

ওয়েবসাইটে থাকা সব লেখা, ছবি, লোগো ও ডিজাইন আমাদের মালিকানাধীন। অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, ব্যবহারে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

৮. ব্যবহারকারী আচরণ:

গ্রাহককে সদাচরণ বজায় রাখতে হবে। কেউ যদি সাইটে ভুল তথ্য দেন, স্প্যাম করেন বা প্রতারণা করেন, তাহলে তার একাউন্ট বাতিল করা হবে।

৯. তৃতীয় পক্ষের লিংক:

আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। সেই সব লিংকের কনটেন্ট বা নিরাপত্তার জন্য আমরা দায়ী না।

১০. শর্তাবলী পরিবর্তন:

আমরা সময়ের সাথে সাথে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে।

footer